Monday, October 31, 2011

The Predator

The Predator by Emad Islam
The Predator, a photo by Emad Islam on Flickr.
The saltwater crocodile, also known as estuarine or Indo-Pacific crocodile, (Crocodylus porosus) is the largest of all living reptiles. It is found in suitable habitats in Northern Australia, the eastern coast of India and parts of Southeast Asia.

জেব্রা (Zebra)

জেব্রা (Zebra) by Emad Islam
জেব্রা (Zebra), a photo by Emad Islam on Flickr.
জেব্রা হল আফ্রিকান ইকুইড যারা তাদের স্বতন্ত্র সাদা-কালো ডোরার জন্যে পরিচিত। জেব্রার ডোরার এই নকশা প্রত্যেকের জন্যে আলাদা। এরা সামাজিক প্রাণি এবং এদের ছোটো দল থেকে শুরু করে বড় পাল তৈরি করে ঘুরে বেড়ায়। জেব্রা সাধারণতঃ ২-৩ মি (৮ ফুট) লম্বা হয়, ঘাড় পর্যন্ত উচ্চতা ১.২৫-১.৫ মি (৪-৫ ফুট), এবং এদের ওজন ৩০০ কেজি (৯০০ পাউন্ড) হতে পারে। ডোরার পাশাপাশি এদের ঘাড়ে কেশর-সদৃশ খাড়া চুল আছে। এদের জ্ঞাতি ভাই ঘোড়া বা গাধার মত জেব্রাকে পোষ মানানো যায় না।

Sunday, October 30, 2011

Is it Caged Ferocity or Wild Beauty

The Bengal tiger (Panthera tigris tigris) is a tiger subspecies native to the Indian subcontinent that in 2010 has been classified as endangered by IUCN. The total population is estimated at fewer than 2,500 individuals with a decreasing trend, and none of the Tiger Conservation Landscapes within the Bengal tiger's range is large enough to support an effective population size of 250 adult individuals.
The Bengal tiger is the most numerous tiger subspecies with populations estimated at 1,411 in India, 200 in Bangladesh, 155 in Nepal and 67–81 inBhutan.
Bengal is traditionally fixed as the typical locality for the binomial Panthera tigris, to which the British taxonomist Reginald Innes Pocock subordinated the Bengal tiger in 1929 under the trinomial Panthera tigris tigris.

Saturday, October 29, 2011

ঈগল (Eagle)

ঈগল  (Eagle) by Emad Islam
ঈগল (Eagle), a photo by Emad Islam on Flickr.
ঈগল (ইংরেজি ভাষায়: Eagle) এক প্রকার বৃহৎ আকার, শক্তিধর, দক্ষ শিকারি পাখি। ঈগল সাধারণত বনে বা ঘন জঙ্গলে বসবাস করে থাকে। বানর, ছোট জাতের পাখি, টিকটিকি, হাস-মুরগী খেয়ে জীবন ধারণ করে থাকে। একটি পূর্ণ বয়স্ক ঈগলের ওজন প্রায় ৩০ কেজি এবং লম্বায় প্রায় ৩০-৩৫ ইঞ্চি হয়ে থাকে। সবচেয়ে মজার ব্যাপার হলো একটি পূর্ণ বয়স্ক সুস্থ ঈগল ১১হাজার ফুট উপরে উঠতে পারে। শীত কালে এরা তুলনামুলক কম শীত এলাকা বা দেশে চলে যায়। এরা জনমানব এলাকার বাইরে এবং কমপক্ষে ১০০ ফুট উপরে বাসা তৈরি করে স্বামী স্ত্রী উভয়ে একত্রে বসবাস করে প্রজনন ঘটায়।
তাদের জীবন রক্ষার জন্য বড় হাতিয়ার তাদের পায়ের নখ। নখ গুলো এতই তীক্ষ্ণ যে নিমিষের মধ্যে শিকারী ছিন্ন ভিন্ন করে দেয়। তবে এরা এখন বিলুপ্তির পথে। বাংলাদেশে এদের দেখা পাওয়া যায়না বললেই চলে। আমাদের দেশে এক সময় সাদা বুকের সমুদ্র ঈগল (Haliacetus Leucogaster), কুড়া বা পলাশ মেছো ঈগল (Haliacetus leucoryphus), কুল্লে বা সাপখেকো ঝুঁটি ঈগল (Spilornis cheela) ছোটনখের ঈগল (Little Eagle) দেখা যেত কিন্তু আজ তাদের জুরি মেলা ভার।

Tuesday, October 25, 2011

The Cobbler

The Cobbler by Emad Islam
The Cobbler, a photo by Emad Islam on Flickr.
“The cobbler always wears the worst shoes”
Just Like the proverb the cobbler do not have time to think about fancy shoes... Or Neither have money to afford those fancy shoes... All he have time to fix our shoes and little amount of money survive....

Saturday, October 22, 2011

শালিক (Common Myna)

শালিক বা ভাত শালিক পাছেরিফর্মস বর্গের অন্তর্ভুক্ত ময়না জাতীয় একপ্রকার পাখি। স্টার্নিডি পরিবারভুক্ত এ পাখিটির সাথে স্টার্লিং জাতীয় পাখির মিল আছে। আকারে মাঝারি (কবুতরের চেয়ে একটু ছোট)।
গায়ের রঙ সাধারণত গাঢ়, কখনো কখনো বাদামী। কিছু কিছু প্রজাতির গায়ের রঙ হলুদ।

Sunday, October 16, 2011

I Wish I Was The Moon

I Wish I Was The Moon by Emad Islam
I Wish I Was The Moon, a photo by Emad Islam on Flickr.
Chimney falls and lovers blaze
Thought that I was young
Now I've freezing hands and bloodless veins
As numb as I've become

I'm so tired
I wish I was the moon tonight

Thursday, October 13, 2011

The Snatch

The Snatch by Emad Islam
The Snatch, a photo by Emad Islam on Flickr.
" Know the true value of time; snatch, seize, and enjoy every moment of it. No idleness, no laziness, no procrastination: never put off till tomorrow what you can do today. "
Lord Chesterfield

Saturday, October 8, 2011

Cold

Cold by Emad Islam
Cold, a photo by Emad Islam on Flickr.
Looking back at me I see
That I never really got it right
I never stopped to think of you
I'm always wrapped up in
Things I cannot win
You are the antidote that gets me by
Something strong
Like a drug that gets me high

What I really meant to say
Is I'm sorry for the way I am
I never meant to be so cold

To you I'm sorry about all the lies
Maybe in a different light
You could see me stand on my own again
Cause now i can see
You were the antidote that got me by
Something strong like a drug that got me high

I never meant to be so cold

I never really wanted you to see
The screwed up side of me that I keep
Locked inside of me so deep
It always seems to get to me
I never really wanted you to go
So many things you should have known
I guess for me theres just no hope
I never meant to be so cold

Friday, October 7, 2011

দূরে

দূরে by Emad Islam
দূরে, a photo by Emad Islam on Flickr.
ছুটতে ছুটতে বহু দূর চলে গেছি আমি
অজানা কোন এক নিরবতার সুরে
দূরে দূরে পাখি উরে উরে
আসে আর চলে যায় ...

Wednesday, October 5, 2011

Distant Clouds

Distant Clouds by Emad Islam
Distant Clouds, a photo by Emad Islam on Flickr.
Distant clouds make me feel blue
I wonder if my dreams will ever come true

Distant clouds make me feel how far away um from u
can I ever tell I gave away my dreams for u…

Distant clouds fly far away from me
has she ever thought she will see tears out of me

Distant Clouds Distant Clouds
pass my love to the Distant sky