Sunday, November 13, 2011

জিরাফ (Giraffe)

জিরাফ (Giraffe) by Emad Islam
জিরাফ (Giraffe), a photo by Emad Islam on Flickr.
The giraffe (Giraffa camelopardalis) is an African even-toed ungulate mammal, the tallest of all extant land-living animal species, and the largest ruminant. Its scientific name, which is similar to its archaic English name of camelopard, refers to its irregular patches of color on a light background, which bear a token resemblance to a leopard's spots, and its face, which is similar to that of a camel. In addition to these features, the giraffe is notable for its extremely long neck and legs and prominent horns. The giraffe stands 5–6 meters (16–20 ft) tall with males averaging 1,200 kilograms (2,600 lb) and females average 830 kilograms (1,800 lb). The giraffe is classified under the family Giraffidae along with its closest extant relative the okapi. Eight subspecies of giraffe exist and they all differ by size, color and pattern variations and range.
Overall, the range of the giraffe extends from Chad in Central Africa to South Africa. Giraffes usually inhabit savannas, grasslands or open woodlands. However, when food is scarce they will venture into areas with denser vegetation. They prefer areas with plenty of acacia growth. Thanks to their extreme height, giraffes are able to browse for vegetation unreachable to most other herbivores. They are also nearly invulnerable to predation. However, lions,leopards, spotted hyenas and wild dogs may prey on calves and lions may take adults in some areas. Although they commonly gather together, giraffes have no social bonds outside of mothers and calves. Male giraffes engage in necking contests for combat or even homosexual courtships. Being polygamous, males will mate with multiple females. Female giraffes bare the sole reasonability for the raising of their young.



জিরাফ একটি বন্য প্রাণী। বনের বিশেষ বিশেষ জায়গায় এদেরকে দলবেঁধে চলাফেরা করতে দেখা যায়। জিরাফের গায়ে আঁকাবাঁকা দাগ থাকে। তবে দুটি জিরাফের গায়ের দাগ কখনোই একরকম হয় না।
পৃথিবীর সবচাইতে লম্বা প্রাণী হিসেবে জিরাফের অবস্থান। দৈর্ঘ্য একটি জিরাফ প্রায় ১৮ ফুট পর্যন্ত লম্বা হয়। এছাড়া জিরাফের লম্বা উঁচু বলে উচ্চতম প্রাণীদের কাতারেও জিরাফের অবস্থান প্রথম সারিতে। এদের দৃষ্টিশক্তি খুব প্রখর। ফলে বহুদূরের শত্রুকেও জিরাফ সহজেই দেখতে পারে। এছাড়া জিরাফ খুব জোরে দৌড়াতে পারে। আক্রমণের শিকার হলে জিরাফকে ঘণ্টায় প্রায় ৫৬ কিলোমিটার বেগে দৌড়াতে দেখা গেছে। জন্মের সময় একটি জিরাফ প্রায় ৬ ফুট লম্বা হয় এবং এর ওজন থাকে গড়ে ৬৮ কেজি। অনেক জিরাফের মাথায় দুইটি বা চারটি ভোঁতা শিং থাকে। জিরাফের জিভও খুব লম্বা। নিজের কান পরিষ্কারের জন্য জিরাফ তার প্রায় ২১ ইঞ্চি লম্বা জিভ ব্যবহার করে।
জিরাফ মূলত নীরিহ স্বভাবের প্রাণী। তবে আক্রান্ত হলে যুদ্ধংদেহী রূপ ধারণ করে। জিরাফ মূলত সিংহ, বন্য কুকুর ও হায়েনা দ্বারা আক্রান্ত হয়। প্রতি বছর সিংহের আক্রমণে উল্লেখযোগ্য জিরাফ মারা যায়। তবে একটি পূর্ণবয়স্ক জিরাফকে সিংহ খুব সহজে আক্রমণ করতে চায় না। কারণ জিরাফের লাথির আঘাতে সিংহ মারাত্মক আহত হতে পারে। জিরাফের লাথির আঘাতে সিংহ মারা যাওয়ার ঘটনাও ঘটে অহরহ। তাই শিশু ও অপেক্ষাকৃত দুর্বল জিরাফই সিংহের আক্রমণে মারা পড়ে। তবে বাচ্চা জিরাফকে আক্রমণ করার সময় সিংহকেও সাবধানে থাকতে হয়। কারণ বাচ্চা জিরাফের আশেপাশে মা জিরাফ থাকে। এছাড়া দলবদ্ধভাবে চলাফেরা করার সময় সিংহ কখনো জিরাফকে আক্রমণ করে না। এছাড়া আক্রমণের ভয়ে জিরাফ কখনো বসে ঘুমায় না বা বিশ্রাম নেয় না। কারণ জিরাফের বসতে যেমন সময় লাগে প্রচুর, তেমনি বসা থেকে দাঁড়াতেও অনেক সময় নেয়। এছাড়া প্রকৃতিগতভাবেই জিরাফ লম্বা হওয়ায় বসতে স্বাচ্ছন্দ্যবোধ করে না। তবে দলগতভাবে থাকা অবস্থায় কিছু কিছু জিরাফ মাঝে মাঝে বসে বিশ্রাম নেয়। পানি খাওয়া, ঘুমানো কিংবা দিনের বেলা বিশ্রামের সময় অন্তত একটি জিরাফ আশেপাশে নজর রাখে শত্রুর উপস্থিতি জানানোর জন্য। খুব নিচু আওয়াজে এরা পরস্পরের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলে। এদের গলার আওয়াজ ২০ হার্জেরও নিচে। ফলে জিরাফের আওয়াজ মানুষ শুনতে পায় না। জিরাফ সাধারণত আরেকজনের সাথে লড়াই করে না। তবে খেলাধুলা করার সময় কিংবা খুব বেশি রাগান্বিত হলে পুরুষ জিরাফরা মাঝেমধ্যে এক অন্যের সাথে লড়াই করে।

Sunday, November 6, 2011

কালো গলা বক (Black-necked Stork)

The Black-necked Stork (Ephippiorhynchus asiaticus) is a tall long-necked wading bird in the stork family. It is a resident species across South and Southeast Asia with a disjunct population in Australia. It lives in wetland habitats to forage for a wide range of animal prey. Adult birds of both sexes have a heavy bill and are patterned in white and glossy blacks, but the sexes differ in the colour of the iris. In Australia, it is sometimes called a Jabiru although that name refers to a stork species found in the Americas. It is one of the few storks that is strongly territorial when feeding.

Saturday, November 5, 2011

কানি বক/কানা বগি (Indian Pond Heron)

The Indian Pond Heron or Paddybird (Ardeola grayii) is a small heron. It is of Old World origins, breeding in southern Iran and east to India, Burma, Bangladesh and Sri Lanka. They are widespread and common but can be easily missed when they stalk prey at the edge of small water-bodies or even when they roost close to human habitations. They are however distinctive when put to flight, the bright white wings flashing in contrast to the cryptic streaked olive and brown colours of the body. The camouflage is so excellent that they will often allow humans to approach very close before taking to flight, and this has resulted in folk names and beliefs that the birds are short-sighted or blind.

কানি বক একটি জলের পাখি। শীতের শেষ থেকে শুরু করে বৈশাখ মাস থেকে বর্ষাকাল পর্যন্ত ডিম পাড়া চলে। খুব নিরীহ পাখি। পুকুর, খাল, বিল, ঝিল, নদী সবধরণের জলাভূমিতে এই কানিবককে দেখা যায়। এর আরেক নাম কোঁচ বক। Pond Heron, (Ardeola Grayii).
জলার ধারে বসে এই বককে প্রায়ই হঠাৎ করে ছোঁ মেরে ছোট মাছ, ব্যাঙ খেতে দেখা যায়। বর্শার মত তীক্ষ্ম ঠোঁট তাদের এই হঠাৎ শিকার পদ্ধতিতে খুব কাজে লাগে।
মাথায় ঝুলে পড়া সোনালী ঝুটি পিঠের উপর পড়েছে।
বাংলদেশ সহ ভারতীয় উপমহাদেশ, দক্ষিণ ও পূর্ব ইউরোপ, মধ্যপ্রাচ্য, চীন, জাপান, দক্ষিণ-পূর্ব এশিয়ায় এদের প্রধান বসতি।

Friday, November 4, 2011

অজগর (Python)

অজগর  (Python) by Emad Islam
অজগর (Python), a photo by Emad Islam on Flickr.
Python reticulatus, also known as the (Asiatic) reticulated python is a species of python found in Southeast Asia. Adults can grow to over 8.7 m (28 feet) in length] but normally grow to an average of 3-6 m (10–20 feet). They are the world's longest snakes and longest reptile, but are not the most heavily built. Like all pythons, they are nonvenomous constrictors and normally not considered dangerous to humans. Although large specimens are powerful enough to kill an adult human, attacks are only occasionally reported.
An excellent swimmer, Python reticulatus has been reported far out at sea and has colonized many small islands within its range. The specific name is Latinmeaning net-like, or reticulated, and is a reference to the complex color pattern.

অজগর বা পাইথন পৃথিবীর অন্যতম বৃহত্তম সাপ। অজগরকে ময়াল নামেও ডাকা হয়। এরা বিষহীন আদিম সাপ। এদের পিছনের পা-এর চিহ্ন পুরো বিলুপ্ত হয়নি।এরা শিকারকে জোরে পেঁচিয়ে/পরিবেষ্টন (constrict) করে এরা তার দম বন্ধ করে। তার পর মাথার দিক থেকে আস্ত গিলে খায়।এদের অবলোহিত(তাপ) রশ্মি দেখার বিশেষ তাপদৃষ্টি(infrared vision) ইন্দ্রিয় আছে (যে ক্ষমতা কিছু বোড়াদেরও আছে কিন্তু গঠন ও বিবর্তন ভিন্ন পথের)।
অজগরের উপরের ঠোঁট বরাবর এই ইন্দ্রিয় অবস্থিত।
অজগর গোত্রের তিনটি প্রজাতি বাংলাদেশে আছে। নিরীহ স্বভাবের এই সাপটি এক সময় বাংলাদেশের সর্বত্র ছিল। বর্তমানে অজগর আছে শালবন, সিলেট, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চল এবং সুন্দরবনে। অজগরের শরীর খুর ভারী,১০০ কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে। এটি সাধারণত ১৫ থেকে ২০ ফুট লম্বা হয়। মাথা বল্লমের মত, লেজ খাটো, সমস্ত দেহ নরম মসৃণ আঁইশে মোড়া। গায়ের উপরে ও পাশে হলুদ বা গাঢ় বাদামী রংএর অনেক ছোপ আছে। পেটের দিক হালকা রংএর। অজগরের অবসারণী ছিদ্রের পাশে ক্ষয়িষ্ণু পায়ের স্মৃতিস্বরূপ একটি করে নখরাকৃতি "স্পার" আছে। এগুলি পুরুষ সাপে লম্বা হয়। অজগরের নাসারন্ধ্রের পাশে একটি চিড়ের ন্যায় তির্যক ছিদ্র থাকে। এদেরকে বলা হয় সংবেদী গর্ত (Sensory-pit), যা দেহের বাইরের তাপ সম্পর্কে সম্যক তথ্য সরবরাহ উপযোগী। অজগর খুর আলসে প্রকৃতির। গাছ বেয়ে উপরে উঠতে ও লেজ দিয়ে গাছের ডাল ধরে ঝুলে থাকতে অজগর খুব পছন্দ করে। খাদ্যবস্তু(শিকার)ধরার জন্য সুবিধাজনক স্থানে ঘাপটি মেরে বসে থাকে। সাধারনত যে সব জায়গায় বিভিন্ন বন্যপ্রাণি পানি খেতে আসে সেসব জায়গায় অজগর খুব সাবধানে মরার মত পড়ে থাকে বা লুকিয়ে থাকে। শিকার (খাদ্যবস্তু) সামনে আসা মাত্র প্রথমে কামড়ে ধরে এবং সংগে সংগে অজগরের দেহ দিয়ে খাদ্যবস্তুকে এমনভাবে প্যাঁচিয়ে ধরে যাতে দম বন্ধ হয়ে মারা যায়, অত:পর সানন্দে আহার করে। অজগর ছোট ইদুর থেকে বাঘ, শালিক থেকে ময়ুর পর্যন্ত সব পশুপাখি খাদ্য হিসেবে গ্রহণ করে। বড় ধরনের শিকার করতে পারলে একই জায়গায় ৬/৭ দিন মরার মত পড়ে থাকে। অজগর নিশাচর প্রাণি। দিনের বেলা ঘুমায়, শীতের সময় দিনের বেলায় রোদে গা মেলিয়ে আরাম করে। অজগর পোষা যায়। আদর পেলে অজগর যথেষ্ট পোষ মানে। অজগর পোষতে খুব বেশী খাদ্যের প্রয়োজন হয় না। যে কোন বন্যপ্রাণি পোষতে বন বিভাগের লাইসেন্স (পজেশন সার্টিফিকেট) প্রয়োজন হয়। মার্চ থেকে জুনের মধ্যে কোন গর্ত, গুহা বা গাছের বড় ফোকরের মধ্যে ৫০ থেকে ১০০টি ডিম পাড়ে এবং স্ত্রী অজগর সেগুলিকে বেষ্টন করে থাকে সব সময়। এ অবস্থা চলতে থাকে ৬০ থেকে ৭৫ দিন পর্যন্ত। উল্লেখ্য যে, স্ত্রী অজগর এ সময় সম্পূর্ন অভুক্ত থাকে। জন্মের সময় বাচ্চার দৈর্ঘ্য ৫০ থেকে ৬০ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। ব্যপকহারে এবং অপরিকল্পিতভাবে গাছ কাটার ফলে অজগর বাংলাদেশে কমে গেছে। বিভিন্ন উপজাতীয়রা অজগর সাপ খুব মজা করে খায়। তাছাড়া চামড়ার লোভেও অজগর নিধন হচ্ছে ব্যপকভাবে।

Thursday, November 3, 2011

হনুমান (Langur)

হনুমান (Langur) by Emad Islam
হনুমান (Langur), a photo by Emad Islam on Flickr.
Gray langurs or Hanuman langurs, the most widespread langurs of South Asia, are a group of Old World monkeys constituting the entirety of the genusSemnopithecus. All taxa have traditionally been placed in the single species Semnopithecus entellus. In 2001, it was recommended that several distinctive former subspecies should be given full species status, so that seven species are recognized. A taxonomic classification with fewer species has also been proposed. Genetic evidence suggests that the Nilgiri langur and purple-faced langur, which usually are placed in the genus Trachypithecus, actually belong in Semnopithecus. Gray langurs are large and fairly terrestrial, inhabiting forest, open lightly wooded habitats, and urban areas on the Indian subcontinent. Most species are found at low to moderate altitudes, but the Nepal gray langur and Kashmir gray langur occur up to 4,000 metres (13,000 ft) in the Himalayas.

হনুমান বা মুখপোড়া হনুমান (Langur) প্রাইমেটস (Primates) বর্গের অন্তর্গত লম্বা লেজযুক্ত বানর। বাংলাদেশে হনুমানের তিনটি প্রজাতি পাওয়া যায়। সাধারণ/ধূসর/মুখপোড়া হনুমানের বৈজ্ঞানিক নাম Semnopithecus entellus (পূর্বে নাম ছিল Presbytis entellus)। এদের দেহের রং ফ্যাকাশে-কমলা এবং নিচের দিকে কিছুটা হালকা। মাটিতে থাকা অবস্থায় এরা সাধারণত লেজ বাঁকিয়ে শরীরের উপর দিকে রাখে। প্রাপ্তবয়স্কদের ভ্র‚র পিছনে ললাটের উপর চুল বিদ্যমান। মাথাসহ দেহদৈর্ঘ্য ৫১-১০৮ সেমি এবং লেজ ৭২-১০৯ সেমি লম্বা হয়। পুরুষ ও স্ত্রী হনুমানের ওজন যথাক্রমে ৯-২১ কেজি ও ৮-১৮ কেজি হয়ে থাকে। একটি দলে ৮ থেকে ২৫টির মতো সদস্য দেখা যায়। বাংলাদেশে এরা অতি বিপন্ন এবং এদের সংখ্যা এখন দুশোরও নিচে।
কালো/চশমাপরা হনুমান/কালা হনুমানের বৈজ্ঞানিক নাম Trachypithecus phayrei (পূর্বে নাম ছিল Presbytis phayrei)। এদের পিঠ ও লেজ ধূসর-কালো কিংবা গাঢ বাদামি রঙের এবং নিচের দিকটা সাদাটে-ধূসর রঙের হয়। এদের চোখ ও মুখ ঘিরে সাদা বলয় রয়েছে। পুরুষ ও স্ত্রীর দেহদৈর্ঘ্য যথাক্রমে ৫০-৫৫ সেমি ও ৪৫-৫৩ সেমি এবং ওজন যথাক্রমে ৭-৯ কেজি ও ৮-১৮ কেজি হয়ে থাকে। পুরুষ ও স্ত্রীর লেজের দৈর্ঘ্য গড়ে ৬৫-৮৬ সেমি হয়।
লাল/মুখপোড়া হনুমান/লাল হনুমানের বৈজ্ঞানিক নাম Trachypithecus pileatus (পূর্বে নাম ছিল Presbytis pileata)। কপালে পিছন ফেরানো, সোজা, লম্বা, মোটা, টুপির মতো একগুচ্ছ চুল থাকার কারণে এরা টুপিওয়ালা হনুমান নামেও পরিচিত।
এদের পিঠ ধূসর থেকে গাঢ-ধূসর রঙের, নিচের দিক ও দাড়ি বাদামি-হলুদ থেকে কমলা-লাল রঙের এবং লেজের মাঝ থেকে শেষপ্রান্ত পর্যন্ত ক্রমাম্বয়ে গাঢ রঙের হয়। পুরুষ ও স্ত্রী হনুমানের দেহের দৈর্ঘ্য যথাক্রমে ৬৮-৭০ সেমি ও ৫৯-৬৭ সেমি, লেজ যথাক্রমে ৯৪-১০৪ সেমি ও ৭৮-৯০ সেমি এবং ওজন যথাক্রমে ১১-১৪ কেজি ও ৯-১১ কেজি হতে দেখা যায়। একটি দলে ৩-১৫ টির মতো সদস্য থাকে।

Wednesday, November 2, 2011

ভোঁদড় (Otter)

ভোঁদড় (Otter) by Emad Islam
ভোঁদড় (Otter), a photo by Emad Islam on Flickr.
The Otters are twelve species of semi-aquatic (or in one case aquatic) mammals which feed on fish and shellfish, and also other invertebrates, amphibians, birds and small mammals.
The otter subfamily Lutrinae forms part of the family Mustelidae, which also includes weasels, polecats, badgers, and wolverines.


ভোঁদড় বা ভাম কয়েক ধরণের আধা জলচর (এবং এক ক্ষেত্রে জলচর) প্রধাণত মাছখেকো স্তন্যপায়ী প্রাণী। ভোঁদড় বলতে মাস্টেলিডে (Mustelidae) গোত্রের লুট্রিনে (Lutrinae) উপগোত্রের প্রাণীগুলোকে বোঝায়, যার মধ্যে আরও আছে উদবিড়াল, নেউল বা বেজি, ব্যাজার ইত্যাদি। বাংলাদেশে ভোঁদড়ের তিনটি প্রজাতি দেখা যায় এবং ব্যাজারের একটি প্রজাতি দেখা যায়।

Tuesday, November 1, 2011

ময়ূর (Peafowl)

ময়ূর (Peafowl) by Emad Islam
ময়ূর (Peafowl), a photo by Emad Islam on Flickr.
ময়ূর ফিজিয়ানিডি পরিবারের পাভো বর্গের অন্তর্ভুক্ত ফিজ্যান্ট-জাতীয় পাখি। (বৈজ্ঞানিক নাম Pavo cristatus)। এটি ভারতের জাতীয় পাখী। রাজস্থানের বনে জঙ্গলে এরা দলে দলে ঘুরে বেড়ায়। ময়ূরের যে সুন্দর রঙ বাহার লেজ দেখা যায় তা কেবল পুরুষ পাখীদের থাকে। একে পেখম বলে।
নীল গলা ময়ূরের পাশাপাশি সাদা ময়ূর দেখা যায়। সাধারণত বনে বাস করে এবং মাটিতে বাসা বাঁধে। তবে মাঝে মাঝে লোকালয়েও দেখা যায়। বিশেষ করে সংরক্ষিত এলাকায় এরা মানুষের খুব কাছে চলে আসে। এরা সর্বভূক। চারা গাছের অংশ, কীটপতঙ্গ, বীজের খোসা, ফুলের পাপড়ি এবং ছোট ছোট সন্ধিপদ প্রাণি খায়। ডিম ফুটে বাচ্চা দেয়। ছোট বাচ্চাগুলো মুরগির বাচ্চার মতই মায়ের সাথে ঘুরে ঘুরে খাবার খায়। বিপদ দেখলেই মায়ের ডানার নিচে এসে লুকায়। ছোট বাচ্চারা মুরগির বাচ্চার মতই মায়ের পালকের আড়ালে, আবার কখনোবা পিঠের উপর লাফিয়ে ওঠে।
স্ত্রী ময়ূরকে আকৃষ্ট করার জন্য পুরুষ ময়ূর পেখম তোলে। এ কারণেই এরা অত্যন্ত আকর্ষণীয়। তবে ভারতীয় ময়ূরের মত সাদা ময়ূরের পেখমে সোনালী পালক বা নীল রংয়ের বড় ফোঁটা নেই। সাদা ময়ূর সম্পূর্ণ সাদা। স্ত্রী ময়ূরও পেখম তোলে তবে তা শত্রুকে ভয় দেখানোর জন্য। স্ত্রী ময়ূরের পেখম আকারে অনেক ছোট।