Sunday, February 26, 2012

কসাই পাখি /The Long-tailed Shrike

কসাই পাখি বা বাঘটিকি, ছোট আকারের একধরনের র্দুদান্ত শিকারী পাখি। কসাই পাখি বাংলাদেশের সব জায়গায় কম-বেশি দেখা যায়।কসাই পাখি দেখতে ছোট। এদের অনেক প্রজাতি রয়েছে। বাংলাদেশে এর কয়েকটি প্রজাতি রয়েছে। প্রত্যেকটির রং ও রূপ আলাদা। একটির লেজ কিছু কালো, অন্যটির মাথা ধুসর রংয়ের। তবে সব কসাই পাখি প্রজাতির বৈশিষ্ট্য কালো মাথা ও ঠোঁট। কালো ডানার উপর সাদা ছাপ, ধুসর ও হলুদ। তবে এদের মধ্যে বাদামী রংয়ের কসাই পাখি বাংলাদেশের খুবই পরিচিত পাখি।কসাই পাখি শীতকালে বেশি দেখা যায়। এরা বনে বাস করে না। এরা বনের বাইরে থাকে এবং মুক্ত প্রাঙ্গন, ঝোপের বাইরে বসে শিকার করে। কসাই পাথি গ্রীষ্ম-বর্ষায় ডিম পাড়ে।




The Long-tailed Shrike or the Rufous-backed Shrike (Lanius schach) is a member of the bird family Laniidae, the shrikes. It is a common resident breeder throughout the Indomalayan ecozone from Kazakhstan, through Afghanistan, Pakistan, Indian peninsula except eastern states, to New Guinea, found on bushes in scrubby areas and cultivation. Winter visitor to southern areas such as southeast India and Sri Lanka.

It has some resemblances to the grey shrikes, such as the Southern Grey Shrike, Lanius meridionalis, sharing the pearl grey head and mantle and black mask extending from the forehead, through the eye, to the ear coverts. An eastern race found in Bhutan to Arunachal Pradesh, sometimes called the Himalayan L. s. tricolor, has a black head extending from the eye mask to the whole crown and nape.It is small for a grey shrike, but has a very long tail with rufous edges. The underparts are white, but with rufous flanks. The bill and legs are nearly black.

This bird has a characteristic upright "shrike" attitude perched on a bush, from which it sallies after lizards, large insects, small birds and rodents. This species of bird is a popular pet in southeast Asia.Prey may be impaled upon a sharp point, such as a thorn. Thus secured they can be ripped with the strong hooked bill, but its feet are not suited for tearing.Its flight is undulating, but its dash is straight and determined.

Friday, February 24, 2012

Elderly (বার্ধক্য)

Via Flickr:
বার্ধক্য যেন যাত্রা শুরু অপারের
মনের ভিতর ভয় থাকে পারাপারের।

বার্ধক্য মানে পৃথিবী ছারার প্রস্তুতি
দিতে কি পারলাম যা করেছিলাম প্রতিশ্রুতি?

বার্ধক্য যেন নয় শেষ
বাকি থেকে যায় অনেক হিশাব নিকেশ।

ছেড়ে ত কেউই যেতে চাই না
তবুও থাকতেও ত পারি না।

বার্ধক্য মানে সৃতিগুলো গুছিয়ে ফেলা
শেষ হবে আমার এই পথচলা।




I'm fifteen for a moment
Caught in between ten and twenty
And I'm just dreaming
Counting the ways to where you are
I'm twenty two for a moment
She feels better than ever
And we're on fire
Making our way back from Mars

Fifteen there's still time for you
Time to buy and time to lose
Fifteen, there's never a wish better than this
When you only got hundred years to live

I'm thirty three for a moment
Still the man, but you see I'm of age
A kid on the way
A family on my mind
I'm forty five for a moment
The sea is high
And I'm heading into a crisis
Chasing the years of my life

Fifteen there's still time for you
Time to buy, time to lose yourself
Within a morning star
Fifteen I'm all right with you
Fifteen, there's never a wish better than this
When you only got hundred years to live

Half time goes by
Suddenly you're wise
Another blink of an eye
Sixty seven is gone
The sun is getting high
We're moving on
I'm ninety nine for a moment
Dying for just another moment
And I'm just dreaming
Counting the ways to where you are

Fifteen there's still time for you
Twenty two I feel her too
Thirty three you're on your way
Every day's a new day
Fifteen there's still time for you
Time to buy and time to choose
Hey fifteen, there's never a wish better than this
When you only got hundred years to live

[Five For Fighting]

Wednesday, February 1, 2012

হলদে পাখি ( Black Hooded Oriol )

হলদে পাখি বা বেনে বউ বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, মায়ানমার, ইন্দোনেশিয়া তথা ক্রান্তীয় দক্ষিণ এশিয়ার দেশগুলিতে দেখতে পাওয়া যায়।ইংরেজিতে এই পাখিটিকে বলা হয় black hooded oriol। আবার, বাংলাদেশে এই পাখির আরেকটি প্রজাতি আছে , যা চৈতার বউ নামে পরিচিত। যার ইংরেজি নাম Eurasian Golden Oriole।ডানা ও পুচ্ছে কালো রঙসহ দেহের বাকি অংশ সোনালি হলুদ রঙের চোখে স্পষ্ট কালো রেখা দেখা যায়। স্ত্রী পাখি পুরুষের তুলনায় অপেক্ষাকৃত ফ্যাকাসে ও অধিক সবুজ রঙের। এটি কর্কশ স্বরে ‘চীয়া’ বোলে ডাকে এবং ‘পীলোলো’ শব্দে শিস দেয়। কীটপতঙ্গ, ফল ও ফুলের নির্যাস আহার করে। এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে বাসা বাঁধে। ২-৩টি ডিম পাড়ে। বাসার সব কাজে স্ত্রী-পুরুষ উভয়ে অংশ নেয়। দেশের উত্তর অঞ্চলে বিস্তৃত; Black–haeded Oriole, Oriolus xanthornus হলদে পাখি নামে পরিচিত।
মাথা, গলা ও ঊর্ধ্ব-বক্ষ, ডানা ও পুচ্ছে কালো রংসহ দেহের অবশিষ্ট অংশ উজ্জ্বল সোনালি হলুদ রঙের। ঠোঁট গোলাপি ও চোখ গাঢ লাল। স্ত্রী ও পুরুষ পাখি দেখতে একই রকম, তবে স্ত্রীর মাথার কালো রং অপেক্ষাকৃত ফ্যাকাসে। এই পাখি কর্কশ স্বরে ‘কোয়াক’ বোল তুলে ডাকে। প্রজননকাল এপ্রিল-জুলাই।



The Black-hooded Oriole, Oriolus xanthornus, is a member of the oriole family of passerine birds and is a resident breeder in tropical southern Asia from India and Sri Lanka east to Indonesia.
It is a bird of open woodland and cultivation. The nest is built in a tree, and contains two eggs. The food is insects and fruit, especially figs, found in the tree canopies where the orioles spend much of their time.
The male is striking, with the typical oriole black and yellow coloration. The plumage is predominantly yellow, with a solid black hood, and black also in the wings and tail centre.
The female Black-hooded Oriole is a drabber bird with greenish underparts, but still has the black hood. Young birds are like the female, but have dark streaking on the underparts, and their hood is not solidly black, especially on the throat.
The black head of this species is an obvious distinction from Golden Oriole, Oriolus oriolus, which is a summer visitor to northern India. Orioles can be shy, and even the male may be difficult to see in the dappled yellow and green leaves of the canopy.
The Black-hooded Oriole's flight is somewhat like a thrush, strong and direct with some shallow dips over longer distances.
The New World orioles are similar in appearance to the Oriolidae, but are icterids unrelated to the Old World birds.