ঈগল (ইংরেজি ভাষায়: Eagle) এক প্রকার বৃহৎ আকার, শক্তিধর, দক্ষ শিকারি পাখি। ঈগল সাধারণত বনে বা ঘন জঙ্গলে বসবাস করে থাকে। বানর, ছোট জাতের পাখি, টিকটিকি, হাস-মুরগী খেয়ে জীবন ধারণ করে থাকে। একটি পূর্ণ বয়স্ক ঈগলের ওজন প্রায় ৩০ কেজি এবং লম্বায় প্রায় ৩০-৩৫ ইঞ্চি হয়ে থাকে। সবচেয়ে মজার ব্যাপার হলো একটি পূর্ণ বয়স্ক সুস্থ ঈগল ১১হাজার ফুট উপরে উঠতে পারে। শীত কালে এরা তুলনামুলক কম শীত এলাকা বা দেশে চলে যায়। এরা জনমানব এলাকার বাইরে এবং কমপক্ষে ১০০ ফুট উপরে বাসা তৈরি করে স্বামী স্ত্রী উভয়ে একত্রে বসবাস করে প্রজনন ঘটায়।
তাদের জীবন রক্ষার জন্য বড় হাতিয়ার তাদের পায়ের নখ। নখ গুলো এতই তীক্ষ্ণ যে নিমিষের মধ্যে শিকারী ছিন্ন ভিন্ন করে দেয়। তবে এরা এখন বিলুপ্তির পথে। বাংলাদেশে এদের দেখা পাওয়া যায়না বললেই চলে। আমাদের দেশে এক সময় সাদা বুকের সমুদ্র ঈগল (Haliacetus Leucogaster), কুড়া বা পলাশ মেছো ঈগল (Haliacetus leucoryphus), কুল্লে বা সাপখেকো ঝুঁটি ঈগল (Spilornis cheela) ছোটনখের ঈগল (Little Eagle) দেখা যেত কিন্তু আজ তাদের জুরি মেলা ভার।
তাদের জীবন রক্ষার জন্য বড় হাতিয়ার তাদের পায়ের নখ। নখ গুলো এতই তীক্ষ্ণ যে নিমিষের মধ্যে শিকারী ছিন্ন ভিন্ন করে দেয়। তবে এরা এখন বিলুপ্তির পথে। বাংলাদেশে এদের দেখা পাওয়া যায়না বললেই চলে। আমাদের দেশে এক সময় সাদা বুকের সমুদ্র ঈগল (Haliacetus Leucogaster), কুড়া বা পলাশ মেছো ঈগল (Haliacetus leucoryphus), কুল্লে বা সাপখেকো ঝুঁটি ঈগল (Spilornis cheela) ছোটনখের ঈগল (Little Eagle) দেখা যেত কিন্তু আজ তাদের জুরি মেলা ভার।
No comments:
Post a Comment