Sunday, September 25, 2011

শূন্যতার কাঁটাতারে (Barbed Wire)

তোমাকে ঘিরে পথগুলো সব সরে যায়
রাত্রির এই একা ঘর ঝুলে আছে শূন্যের কাঁটাতারে....

তবু এই দুটি কাঁটাতারে, শহরের মতো করে
ভিড়ে ভরে গেছে ঘুম আমার অচেতন কখন বেওয়ারিশ, মাটির কাছে এসে সময়কে এপিটাফ ভেবে হাঁটু গেড়ে বসে...

[Artcell]

No comments: