Saturday, November 5, 2011

কানি বক/কানা বগি (Indian Pond Heron)

The Indian Pond Heron or Paddybird (Ardeola grayii) is a small heron. It is of Old World origins, breeding in southern Iran and east to India, Burma, Bangladesh and Sri Lanka. They are widespread and common but can be easily missed when they stalk prey at the edge of small water-bodies or even when they roost close to human habitations. They are however distinctive when put to flight, the bright white wings flashing in contrast to the cryptic streaked olive and brown colours of the body. The camouflage is so excellent that they will often allow humans to approach very close before taking to flight, and this has resulted in folk names and beliefs that the birds are short-sighted or blind.

কানি বক একটি জলের পাখি। শীতের শেষ থেকে শুরু করে বৈশাখ মাস থেকে বর্ষাকাল পর্যন্ত ডিম পাড়া চলে। খুব নিরীহ পাখি। পুকুর, খাল, বিল, ঝিল, নদী সবধরণের জলাভূমিতে এই কানিবককে দেখা যায়। এর আরেক নাম কোঁচ বক। Pond Heron, (Ardeola Grayii).
জলার ধারে বসে এই বককে প্রায়ই হঠাৎ করে ছোঁ মেরে ছোট মাছ, ব্যাঙ খেতে দেখা যায়। বর্শার মত তীক্ষ্ম ঠোঁট তাদের এই হঠাৎ শিকার পদ্ধতিতে খুব কাজে লাগে।
মাথায় ঝুলে পড়া সোনালী ঝুটি পিঠের উপর পড়েছে।
বাংলদেশ সহ ভারতীয় উপমহাদেশ, দক্ষিণ ও পূর্ব ইউরোপ, মধ্যপ্রাচ্য, চীন, জাপান, দক্ষিণ-পূর্ব এশিয়ায় এদের প্রধান বসতি।

No comments: